সমস্যা।

লিখেছেন লিখেছেন মামুন ০৫ ডিসেম্বর, ২০১৫, ১২:৫৪:১৭ রাত

আমার লিখা পোষ্ট করবার মতো একটি মোবাইল ছাড়া আর কোনো ডিভাইস নাই। তাই আমার পোষ্টে যারা কমেন্ট করেছেন, অনেকবার চেষ্টা করেও আমি তাদের মন্তব্যের জবাব দিতে পারি নাই।

টুডে ব্লগের সকল ব্লগার ভাইদের মন্তব্যের দ্বারা আমি অনেক উপকৃত হয়েছি- আমি কৃতজ্ঞ। তাদের প্রতি আমার অনুরোধ রইলো- আমার এই অপুর্ণতা টুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। প্লীজ।

অচিরেই আমি সমস্যা কাটিয়ে ফিরে আসবো ইনশা আল্লাহ। আবারো অক্ষরের প্রলয়োল্লাসে সবাই এক সাথে মেতে উঠবো।

সবাই ভালো থাকুন- সুস্থ থাকুন।

আসসালামু আলাইকুম ।

বিষয়: বিবিধ

৭৮৮ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352708
০৫ ডিসেম্বর ২০১৫ রাত ০১:১০
শেখের পোলা লিখেছেন : আপনার সমস্যার আশু সমাধান হোক৷
১০ ডিসেম্বর ২০১৫ রাত ১১:১৫
293462
মামুন লিখেছেন : হয়েছে বোধহয়।
ধন্যবাদ ভাই।
352716
০৫ ডিসেম্বর ২০১৫ সকাল ০৬:১৪
কাহাফ লিখেছেন : করুণাময় আল্লাহ আপনার সমস্যার সমাধান করে আবার আগের মতই ফিরেয়ে আনবেন আপনাকে ইনশা আল্লাহ!
অনেক অনেক ভাল থাকার দুয়া রইল মুহতারাম ভাই!
১০ ডিসেম্বর ২০১৫ রাত ১১:১৬
293464
মামুন লিখেছেন : ধন্যবাদ প্রিয় কাহাফ ভাই। আপনার দোয়া আল্লাহপাক শুনেছেন।
ভালো থাকুন সবাইকে নিয়ে।
352719
০৫ ডিসেম্বর ২০১৫ সকাল ০৭:৫৯
মোহাম্মদ কাশেম মরিচ্যা লিখেছেন : মামুন ভাই আপনি uc mini দিয়ে জবাব প্রকাশ করতে পারবেন...
১০ ডিসেম্বর ২০১৫ রাত ১১:১৭
293466
মামুন লিখেছেন : ধন্যবাদ ভাই।
এখন আপাতত সমস্যা কেটে গেছে।
ভালো থাকুন।
352727
০৫ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে।
১০ ডিসেম্বর ২০১৫ রাত ১১:১৭
293467
মামুন লিখেছেন : ধন্যবাদ ভাই। আলহামদুলিল্লাহ!
352750
০৫ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:০৩
অপি বাইদান লিখেছেন : আইসিসের সেজে চুরি/চামারি করতে যেয়ে ধরা পরেছেন নাকি।
১০ ডিসেম্বর ২০১৫ রাত ১১:১৯
293468
মামুন লিখেছেন : তোমার চুরি চামারির অভিজ্ঞতা আছে বুঝা যাচ্ছে।
এতো কিছু থাকতে চোরের চুরির কথাই মনে পড়া স্বাভাবিক।
ভালোভাবে চৌর্যবৃত্তি অনুশীলন করতে থাকো।
353491
১০ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৫৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সমস্যার সুন্দর সমাধান চেয়ে আল্লাহর কাছে দোয়া করছি অচিরেই সমাধান হবে ইনশা-আল্লাহ।
১১ ডিসেম্বর ২০১৫ রাত ১২:০৪
293481
মামুন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।
আপনার দোয়া কবুল হয়েছে। ভালো থাকুন।Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File